জাতীয় পরিচয়পত্র (ভোটারআইডি)হারালে বা সংশোধনকরতে চাইলে কি করণীয়?


যদি কারও জাতীয়
পরিচয়পত্র হারিয়ে যায়
পুনরায়
আরেকটি পেতে হলে:

প্রথমে স্থানীয়
বা নিকটবর্তী থানায়
সাধারণ ডায়েরি (জিডি)
করতে হবে।
পরে তাঁকে প্রকল্প
পরিচালক, পিইআরপি,
নির্বাচন কমিশন সচিবালয়
বরাবর আবেদন করতে হবে।
প্রকল্প অফিস ছাড়াও
নির্দিষ্ট
উপজেলা বা জেলা নির্বাচন
কমিশন কর্মকর্তার
কার্যালয়ে আবেদন
করা যাবে।
আবেদন
পত্রে আবেদনকারীর নাম ও
ভোটার নাম্বার উল্লেখ
করতে হবে।
ভোটার নাম্বার
জানা না থাকলে জেলা বা উপজেলা নির্বাচন
কার্যালয়ে পাওয়া যাবে।
ডায়েরির কপি, পূরণকৃত
আবেদনপত্র
(নিজে স্বাক্ষরিত),
যোগাযোগের ঠিকানা ও
ফোন নম্বরসহ
আবেদনপত্রটি সরাসরি প্রকল্প
পরিচালকের কার্যালয়
বা জেলা/
উপজেলা নির্বাচন কমিশন
কার্যালয়ে জমা দিতে হবে।
জমা দেওয়ার দিন
সংশ্লিষ্ট কার্যালয়
থেকে প্রাপ্তি রসিদ
(হারানো) দেবে এবং ওই
রসিদ নিয়ে নির্ধারিত
তারিখে আপনি আপনার
পরিচয়পত্র হাতে পাবেন।
সংশোধন করতে চাইলে:
সংশোধনি দুই ধরনের:
[ 1] ছাপাকৃত ভূল।
[ 2] তথ্য পরিবর্তন।
এ জন্য আবেদন করতে হয়
প্রকল্প পরিচালক বরাবর।
নির্ধারিত আবেদন ফরম
সংশ্লিষ্ট নির্বাচন কমিশন
অফিসে পাওয়া যায়।
সংগৃহীত
আবেদনপত্রটিতে পরিচয়পত্র
নম্বর, ভুল তথ্য ও সংশোধিত
তথ্য উল্লেখ করার জন্য
নির্ধারিত ঘর রয়েছে।
আবেদনপত্রের
নিচে স্বাক্ষর, নাম,
ঠিকানা ও ফোন নম্বর
লিখতে হবে। আবেদনপত্রের
আগের ভুল তথ্যসংবলিত
ভোটার
পরিচয়পত্রটি সংযুক্ত
করে দিতে হবে। কারণ
কমিশন আপনাকে নতুন
করে পরিচয়পত্র প্রদান করবে।
তথ্য পরিবর্তনের জন্য
আপনাকে আবেদনপত্রের
সঙ্গে সংশোধিত তথ্যের
পক্ষে প্রামাণিক দলিল
দিতে হবে।
আপনাকে আবেদনপত্রের
সঙ্গে সংশোধিত তথ্যের
পক্ষে প্রামাণিক দলিল
দিতে হবে।
আরো তথ্য
জানতে হলে যোগাযোগ
করতে হবে ছবিসহ ভোটার
তালিকা প্রণয়ন
এবং জাতীয় পরিচয়পত্র
প্রদানে সহায়তা প্রদান
প্রকল্পের আগারগাঁওয়ের
ইসলামিক ফাউন্ডেশন
ভবনের সপ্তম তলার
কার্যালয়ে।
প্রকল্পের কেন্দ্রীয়
নিয়ন্ত্রণকক্ষের টেলিফোন
নম্বর : ৮১৫০৮৪৬ (উপপরিচালক),
৯১১৬৯৭১, ০১৭৩০০২০৫১৩,
০১৭৩০০২০৫১৫।

No comments:

Post a Comment